ইন্টারনেট সংযোগদাতা ৩২ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

সময়মতো পুনর্নবায়ন ফি দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ সোমবার ৩২টি ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে।
btrc logo

সময়মতো পুনর্নবায়ন ফি দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ সোমবার ৩২টি ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে।

বিটিআরসির সাধারণ বিজ্ঞপ্তিতে লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়। প্রতিষ্ঠানগুলো ‘সি’ ক্যাটাগরি ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাতিলকৃত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের মেয়াদ ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে শেষ হলেও তাদের মধ্যে কেউ কেউ এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছেন। লাইসেন্স না থাকায় আইএসপিগুলোকে ব্যবসা বন্ধ করতে বলেছে বিটিআরসি।

বিটিআরসি কর্মকর্তারা জানান, লাইসেন্স নবায়ন না করা, বকেয়া থাকা ও শর্ত লঙ্ঘনের দায়ে আইএসপির লাইসেন্স বাতিল করা হচ্ছে। একই সঙ্গে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিসেবা বাড়াতে বিপুল সংখ্যক নতুন প্রতিষ্ঠানকে লাইসেন্সও দেওয়া হচ্ছে।

বিভিন্ন ক্যাটাগরিতে সারাদেশে মোট ২ হাজার ২৩টি লাইসেন্সধারী আইএসপি রয়েছে যাদের মধ্যে ৫৯৫টি ‘সি’ ক্যাটাগরির।

Comments

The Daily Star  | English

Religious affairs ministry directs DCs to maintain peace, order at mazars

The directive was issued in response to planned attacks on shrines, allegedly aimed at embarrassing the interim government

34m ago