পঞ্চগড়ে দুই ট্রলির সংঘর্ষে নিহত ১
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদের বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী প্রধান।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে মাটিবোঝাই একটি ট্রলির সঙ্গে অপর একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাটিবোঝাই ট্রলিটি উল্টে যায়। এতে উল্টে যাওয়া ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান মাসুদ।
Comments