বিদেশে চিকিৎসার জন্য জামিন আবেদন খালেদার
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে জামিন আবেদন জমা দিয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন চেয়ে আবেদনে বলা হয়েছে, জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন তিনি।
খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সগির হোসেন লিওন জামিন আবেদন হাইকোর্টে জমা দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা সম্পর্কে আবেদনে বলা হয়েছে, তিনি মারাত্মক রকম ডায়াবেটিস ও দাঁতের সমস্যায় ভুগছেন। গত বছরের ১২ ডিসেম্বরের পর থেকে তার শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে।
তবে এই জামিন আবেদনের শুনানির তারিখ এখনও নির্ধারণ করেননি আদালত।
আবেদনে বলা হয়, জামিন আবেদনকারী (খালেদা জিয়া) গুরুতর অসুস্থ। অন্যদের সাহায্য ছাড়া তিনি চলাফেরা করতে পারছেন না। অন্যের সাহায্য ছাড়া তিনি খাবার এমনকি ওষুধ পর্যন্ত খেতে পারছেন না। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভাবে বিদেশে নেওয়া প্রয়োজন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন খালেদা জিয়া। গত বছরের ১ এপ্রিল থেকে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।
২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
Comments