‘তাহলে আমরা ভালো স্পিনার না’

Taijul Islam
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটিং অনুশীলন করে ফিরছিলেন তাইজুল ইসলাম। সংবাদ মাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলতে হবে।তাইজুল বাকপটু না হলেও কথা বলায় কখনো বিরক্তি প্রকাশ করেন না। কিন্তু এদিন তাকে পাওয়া গেল অন্যরূপে। সহজ কথারও মানে তার কাছে গেল ভিন্নভাবে। উত্তর দিতে গিয়েও যেন কিছুটা অভিমানী বাংলাদেশের বাঁহাতি স্পিনার।

সর্বশেষ ছয় টেস্টেই হেরেছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচটাই আবার ইনিংস হার। বাংলাদেশের ব্যাটসম্যানরা ছন্দে নেই, পেসাররা চিরকালই সেরা অস্ত্র নন। কিন্তু একমাত্র স্পিনারদের শক্তিতেই সাদা পোশাকে লড়াই করত বাংলাদেশ। সেই স্পিনারদের পারফরম্যান্সও আশা জাগানিয়া নয়।

সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের স্পিন আক্রমণের ভার তাইজুলের ঘাড়েই। সেই দায়িত্বে তিনি কতটা অবদান রাখতে পারছেন। তাইজুলকে তা মনে করিয়ে দিতেই অভিমানের সুরে দিলেন উত্তর, ‘যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এখন যারা স্পিনার আছি তারা ভালো স্পিনার না। সাকিব ভাইয়ের মতো না, এটাই সত্যি। সাকিব ভাই থাকলে যেহেতু ভালো হতো এখন যেহেতু হচ্ছে না তাহলে আমরা ভালো না। এইটাই আমার উত্তর।’

তাইজুল খেদ বুকে পুষে জানান, তারা মানসম্পন্ন বোলার না বলেই আসছে না সেরা ফল, ‘ওই মানের খেলোয়াড় আসতে হবে (ভাল ফলের জন্য)। এখন নাই ওই মানের খেলোয়াড়। এটাই তো। ওই মানের স্পিনার আসলে হইনি বলে ফল হচ্ছে না।’

২৮ টেস্টে ৩৩.৪৬ গড়ে তাইজুল নিয়েছেন ১০৮ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন ৫ টেস্ট ২১.১১ গড়েই তার ৩৫ উইকেট। প্রিয় প্রতিপক্ষকে পেয়ে আবার কি তেতে উঠার বারুদ পাচ্ছেন? এই কথাতেও আপত্তি তাইজুলের, মনে করিয়ে দিলেন কেবল জিম্বাবুয়ের বিপক্ষেই তিনি ভালো খেলেন, ব্যাপারটা এমন না, ‘এ কথাটা আসলে ভালো লাগল না। জিম্বাবুয়ের বিপক্ষে শুধু উইকেট পেয়েছি তেমনটা তো আর না। আরও অনেক দলের সঙ্গে খেলে উইকেট পেয়েছি। আপনি যাদের বিপক্ষেই খেলেন। ভালো জায়গায় বল না করলে কখনোই সাফল্য পাবেন না। ওরা তো একেবারে খারাপ দল তাও কিন্তু না।’

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

31m ago