রাঙ্গামাটিতে ইউপি সদস্য অপহৃত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নিজ বাড়ি থেকে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে অস্ত্রধারীরা অপহরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
অপহৃত মং চিং মারমা (৪৫) রায়খালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানিয়েছেন রাঙ্গামাটির কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাওসার।
মং পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির (পিসিজেএসএস) প্রাক্তন কর্মী ছিলেন বলেও জানান তিনি।
মংয়ের স্ত্রী সামা উ মারমা দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার ভোররাত সোয়া ১২টার দিকে প্রায় ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি তার বাড়ির দরজা ভেঙে মংকে ধরে নিয়ে যায়।
তারা প্রথমে মংয়ের বড় ভাই আবু মারমার খোঁজ করে। আবু তখন বাড়িতে না থাকায় মংকে ধরে নিয়ে যায় বলে মনে করছেন সামা উ।
রায়খালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানিয়েছেন, আবু মারমা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এখনও ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
Comments