জিম্বাবুয়েকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ বোর্ড প্রধানের

সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছে ব্যাপক। ব্যাপারটা এমন, যেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ, এ আর এমন কি? বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সে প্রলেপ দেওয়ার জন্যই যেন ডাকা হয়েছে তাদের। মাঠে নামলেই জিতে যাবে টাইগাররা। কিন্তু সাম্প্রতিক সময়ের দুই দলের পারফরম্যান্সে বাস্তবতা বলছে ভিন্ন কথা। তাদের বিপক্ষে জয় পেতে বেশ কাঠখড় পোড়াতে হতে পারে মুমিনুলদের। আর এ জন্য টাইগারদের সাবধান করে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
Zimbabwe Practice
ছবি: ফিরোজ আহমেদ

সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছে ব্যাপক। ব্যাপারটা এমন, যেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ, এ আর এমন কি? বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সে প্রলেপ দেওয়ার জন্যই যেন ডাকা হয়েছে তাদের। মাঠে নামলেই জিতে যাবে টাইগাররা। কিন্তু সাম্প্রতিক সময়ের দুই দলের পারফরম্যান্সে বাস্তবতা বলছে ভিন্ন কথা। তাদের বিপক্ষে জয় পেতে বেশ কাঠখড় পোড়াতে হতে পারে মুমিনুলদের। আর এ জন্য টাইগারদের সাবধান করে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি। সামাজিক মাধ্যমের পাশাপাশি কিছু কিছু গণমাধ্যমেও জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা জিততে যাচ্ছেন এমনটা ধরে নিয়েছেন। তাই খেলোয়াড়দের সঙ্গে বুধবার কথা বলেন পাপন। সেখানেই জিম্বাবুয়েকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দেন বিসিবি সভাপতি, 'আমাদের এখন জিম্বাবুয়ে সিরিজ আছে। কদিন থেকে মিডিয়ায় যা দেখছি, এমন ভাব হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে জিতে আবার জানি কি হয়ে যাবে। আরে জিতো আগে। ভাবটা মনে হচ্ছে জিতেই গেছি। যে খেলা দেখে আসছে তাতে করে জিতে গেছি বলে আমার মনের মধ্যে কোন আশা আমি দেখতে পাচ্ছি না। তোমরা যদি হালকা করে নাও তাহলে ধ্বংসাত্মক হবে। কারণ জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় নেই। বিশেষ করে টেস্টে তারা ভাল পারফর্ম করছে।'

২০১৪ সালে ঘরের মাঠে এ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই টাইগারদের স্বপ্নযাত্রা ছুটেছিল। তবে গত ইংল্যান্ড বিশ্বকাপের শেষদিকে মোমেন্টাম হারিয়ে ফেলে টাইগাররা। এরপর থেকে খুব বাজে সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। এমনকি মাঝে টেস্ট ক্রিকেটের নবীন সদস্য অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষেও ঘরের মাঠে টেস্ট হেরে বসে দলটি। এছাড়া সবশেষ জিম্বাবুয়ে সিরিজে সিলেটে একটি টেস্ট ম্যাচও হেরে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সিরিজ হয় ড্র। আর সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে টেস্টে বেশ ভালোই করছে। শ্রীলঙ্কায় সিরিজ হারলেও দারুণ লড়াই করেছে তারা। একটি ম্যাচে তো ড্রই করেছে।

বিসিবি প্রেসিডেন্ট মনে করিয়ে দিলেন এ সকল কথা, 'দেশের মাটিতে সবচেয়ে খারাপ যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলব আফগানিস্তানের সঙ্গে হারাটা। আফগানিস্তানের সঙ্গে যদি হারতে পারি, তাহলে জিম্বাবুয়ের সঙ্গেও হারতে পারি। সব ভুলে গিয়ে সম্পূর্ণ নতুন মনোযোগ নিয়ে খেলতে হবে। সিনিয়রদের দায়িত্ব নিতে হবে, টিম গেম হতে হবে।'

তবে বাংলাদেশ যদি নিজেদের সেরাটা খেলতে পারে পৃথিবীর যে কোন দলেরই এখান থেকে জিতে ফেরাটা বেশ কঠিন হবে বলে মনে করেন বিসিবি সভাপতি, 'পৃথিবীর যত শক্তিশালী দল আসুক বাংলাদেশে এসে জেতা অসম্ভব কঠিন। আমাদের জেতার সম্ভাবনাই বেশি। আমরা বাইরে গিয়ে যেখানেই খেলি না কেন চার পাঁচটা দেশ আছে যেখানে হারার কোন কারণ নাই। কোনভাবেই হালকাভাবে না নেয়। জিম্বাবুয়ে শক্তি প্রতিপক্ষ। আমি একা কি করলাম ফিফটি করালাম না কি করলাম কিছু যায় আসে না। টিম ওয়ার্ক লাগবে। মুমিনুল তো লাজুক। আমি তামিম, মুশফিক ওদের বলেছি পুরোপুরি তোমাদের যুক্ত হতে হবে।'

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

7h ago