দপ্তর নেননি কেজরিওয়াল
ভোটে বড় জয় নিয়ে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও কোনো দপ্তরের দায়িত্ব নেননি অরবিন্দ কেজরিওয়াল।
দপ্তর ছাড়াই মুখ্যমন্ত্রীর পদে থাকবেন তিনি।
আজ বুধবার এনডিটিভি জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর কেজরিওয়াল বলেছেন, সব দপ্তরের দায়িত্ব পালনের জন্যই নির্দিষ্ট কোনো দপ্তর নেননি তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “অনেক মানুষই আমায় জিজ্ঞেস করছেন, কেন আমি কোনও দপ্তর নিজের হাতে নিচ্ছি না। কারণ হলো, দিল্লিবাসী আমায় অনেক সুযোগ দিয়েছেন এবং সেই দায়িত্ব আমায় ঠিকভাবে পালন করতে হবে, সেই জন্যই আমি কোনও দপ্তর নিজের হাতে নিইনি”।
কেজরিওয়াল বলেন, “এতে করে প্রত্যেকটি দপ্তরের ওপর এবং পুরো সরকারের ওপর নজর রাখতে পারব। যদি একটা দপ্তরে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে বাকি কাজ ব্যাহত হবে”।
দিল্লিতে একসঙ্গে কাজ করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল।
Comments