কম দক্ষ শ্রমিকদের ভিসা দেবে না যুক্তরাজ্য
কম দক্ষ ও ইংরেজি বলতে না পারা শ্রমিকদের জন্য বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের দরজা। ব্রেক্সিট পরবর্তী নতুন পরিকল্পনায় কম দক্ষতাসম্পন্ন শ্রমিকদের ভিসা দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
ইউরোপ থেকে ‘সস্তা শ্রমিক’ নেয়ার ধারণা থেকে বেরিয়ে আসতে প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও যারা ইউরোপীয় ইউনিয়নভূক্ত নন- সবাইকেই সমানভাবে দেখা হবে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল বিবিসিকে জানান, দক্ষ শ্রমিকদের মূল্যায়ন করতে চায় সরকার সেইসঙ্গে যারা কম দক্ষতা সম্পন্ন তাদের যুক্তরাজ্যে আসা কমাতে চায়।
পরিকল্পনা অনুসারে দক্ষ শ্রমিকদের এ লেভেল অথবা স্কটিশ হাইয়ার্স সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকার কথা বলা হয়েছে। পয়েন্টের ভিত্তিতে অভিবাসন পদ্ধতি করতে আগ্রহী যুক্তরাজ্য সরকার। নতুন নিয়মে ৭০ পয়েন্ট থাকতে হবে দেশটিতে কাজ করতে আগ্রহীদের।
যারা ইংরেজি বলতে পারেন এবং অনুমোদিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরির অফার পাবেন ৫০ পয়েন্ট পাবেন তারা।
Comments