জার্মানির বারে বন্দুকধারীর হামলায় নিহত ৮
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হ্যানাওয়ের দুটি বারে বন্দুকধারীর হামলায় আট জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও পাঁচ জন।
আজ বৃহস্পতিবার জার্মান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল হ্যানাওয়ের দুটি বারে বন্দুধারীরা হামলা চালালে আট জন প্রাণ হারান। হামলার পর বন্দুধারীরা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
কারা হামলা চালিয়েছে বা হামলার কারণ জানা যায়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে ‘মিডনাইট’ বারে প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে তিনজন প্রাণ হারান। পরে বন্দুকধারী গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ‘অ্যারিনা’ নামে আরেকটি বারে হামলার ঘটনা ঘটে। সেখানে প্রাণ হারিয়েছেন পাঁচ জন।
একজন নাকি একাধিক বন্দুকধারী হামলা দুটি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে হামলা চালাচ্ছে বিভিন্ন চরমপন্থি দলগুলো। এর আগে, ২০১৬ সালে বার্লিনে হামলায় ১২ জন প্রাণ হারিয়েছিলেন।
Comments