নিহত ২০, তামিলনাড়ুতে যাত্রীবোঝাই বাসে লরির ধাক্কা

ভারতের তামিলনাড়ুতে যাত্রী বোঝাই একটি ভলভো বাসের সঙ্গে তীব্র গতির মালবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
আজ বৃহস্পতিবার ভোর রাতে তামিলনাড়ুর অবিনাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮তে প্রকাশিত খবরে জানা যায়, যাত্রীবাহী বাসটি বেঙ্গালুরু থেকে এরনাকুলামের দিকে যাচ্ছিল ৷ উল্টা দিক থেকে আসা মালবোঝাই লরিটির টায়ার ফেটে পেছনের কন্টেইনারটি আলাদা হয়ে যায়। বাসের ভেতরে ঢুকে পড়ে। বাসের যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনার কবলে পড়েন।
দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
Comments