দক্ষিণ এশিয়া ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

দ্য ডেইলি স্টারের ব্রোঞ্জ পদক লাভ

The Daily Star logo

দক্ষিণ এশিয়া ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ এর ‘বেস্ট সোশ্যাল মিডিয়া এন্টারটেইনমেন্ট’ বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে দ্য ডেইলি স্টার।

গত মঙ্গলবার দিল্লিতে এই পুরস্কার দিয়েছে নিউজপেপার ও প্রকাশকদের সংগঠন ডব্লুএএন-আইএফআরএ।

পোলার আইসক্রিমের সঙ্গে যৌথভাবে ‘বাংলাদেশ ইন ওয়ার্ল্ডকাপ’ ক্যাম্পেইনের জন্যে দ্য ডেইলি স্টারকে এই পুরস্কার দেওয়া হয়।

২০১৮ সালের আইসিসি বিশ্বকাপের সময় এই ক্যাম্পেইন চালানো হয়। টিম বাংলাদেশের জন্যে সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা তুলে ধরা হয়েছিল এই ক্যাম্পেইনের মাধ্যমে।

দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান বলেছেন, ক্যাম্পেইনের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার পাওয়ার পর পোলারের জ্যেষ্ঠ ব্র্যান্ড ম্যানেজার কাজী আলমাস হাসান দ্য ডেইলি স্টারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

২০১৯ সালে টানা তৃতীয়বারের মতো ডেইলি স্টার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল। এর আগে ২০১৭ এবং ২০১৮ সালে স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago