ঘরের মাঠে লাইপজিগের কাছে হারল টটেনহ্যাম

ছবি: এএফপি

দলের মূল খেলোয়াড়দের অনেকেই চোটে। ভঙ্গুর এক আক্রমণভাগ নিয়ে তাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেমেছিল টটেনহ্যাম হটস্পার। তবে সুবিধা করে উঠতে পারেনি ইংলিশ ক্লাবটি। প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে আরবি লাইপজিগের কাছে হেরে গেছে তারা।

বুধবার রাতে তারকা স্ট্রাইকার টিমো ভের্নারের একমাত্র গোলে হোসে মরিনহোর শিষ্যদের বিপক্ষে জিতেছে জার্মান ক্লাবটি।

হ্যামস্ট্রিংয়ের চোটে অনেক দিন ধরেই মাঠের বাইরে টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেইন। কদিন আগে চোট ছিটকে দিয়েছে আরেক ফরোয়ার্ড সন হিউং মিনকেও। চোটজর্জর দলের আক্রমণভাগে মূল ভরসা ছিলেন ডেলে আলি ও লুকাস মোউরা। তবে দলের প্রয়োজনে তারা জ্বলে উঠতে পারেননি।

ম্যাচের স্কোরলাইন ১-০ হলেও মাঠের লড়াইয়ে দুদলের পার্থক্য ছিল অনেক। প্রায় পুরোটা সময় জুড়ে টটেনহ্যাম শিবিরে চাপ সৃষ্টি করে খেলেছে লাইপজিগ। তবে একের পর এক দারুণ সব আক্রমণ করেও তারা গোল দিতে পারে কেবল একটি। অবশ্য সেটাও তাদের উপহারই দেয় টটেনহ্যাম।

ম্যাচের ৫৮তম মিনিটে ডি-বক্সে কনরাড লাইমারকে ফাউল করেন স্পার্স ডিফেন্ডার বেন ডেভিস। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল আদায় করে নিতে ভুল করেননি ভের্নার।

অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থাকার সুবিধা নিয়ে ফিরতি লেগে আগামী ১০ মার্চ টটেনহ্যামকে আতিথেয়তা দিবে লাইপজিগ। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও খুব স্বাচ্ছন্দ্যে থাকার উপায় নেই তাদের। কারণ প্রতিপক্ষের মাঠে এর চেয়ে বেশি ব্যবধানে এগিয়ে থেকেও নিজেদের মাঠে পথ হারানোর উদাহরণ চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে ভুরিভুরি।

রাতের আরেক ম্যাচে স্প্যানিশ দল ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব আতালান্তা। নিজেদের মাঠে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল দলটি। আগামী ১০ মার্চ ফিরতি লেগে ভ্যালেন্সিয়ার মাঠে খেলবে তারা।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

27m ago