মানিকগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টেপড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন— ট্রাকচালক আব্দুল আজিজ (২৫), তার সহযোগী সোহাগ আপন (২৪) এবং প্রাইভেটকারের আরোহী মোফাজ্জল (২৭)।
আব্দুল আজিজের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এরানদাহা গ্রামে। তার বাবার নাম মুকুল সর্দার। সোহাগ বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হরন গ্রামের মহারাজারে ছেলে এবং মোফাজ্জল গাজীপুরের শ্রীপুর এলাকার শুকুর আলীর ছেলে।
বরঙ্গাইল ফাঁড়ি ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জগামী প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক, তার সহযোগী এবং প্রাইভেটকারের এক আরোহী আহত হন। তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ট্রাকের হেলপারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। প্রাইভেটকারের সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। পরে পাটুরিয়া ও ঘিওর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে— বলেন বাসুদেব সিনহা।
Comments