নেইমার বার্সায় ফিরতে মুখিয়ে, বললেন মেসি

চলতি মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে ফেরাতে সম্ভাব্য সব রকমের চেষ্টাই করেছিল বার্সেলোনা। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ব্রাজিলিয়ান তারকাকে ন্যু ক্যাম্পে আনা সম্ভব হয়নি। তাই ফরাসি লিগ চ্যাম্পিয়নদের হয়েই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। তবে বার্সা অধিনায়ক লিওনেল মেসির সাম্প্রতিক বক্তব্যে নেইমারের পুরনো ঠিকানায় ফেরার গুঞ্জন আবারও চড়া হতে পারে।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান নেইমার। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ফ্রান্সে গিয়ে পায়ের কারুকাজ দেখানো চালিয়ে গেলেও কিছু দিন পরপরই তার বার্সায় ফেরার খবর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়।
মেসি, জেরার্দ পিকের মতো নেইমারের সাবেক সতীর্থরাও তার ফেরা নিয়ে বহুবার কথা বলেছেন। ক্লাব ভিন্ন হলেও বন্ধুত্বের বন্ধনটা এখনও তাদের অটুট। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর কাছে ৩২ বছর বয়সী মেসি আবারও নেইমারের সঙ্গে বার্সার জার্সি ভাগাভাগি করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন, ‘আমি এটা বহুবার বলেছি। নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন এবং আমি চাই সে ফিরে আসুক।’
পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। চলতি মৌসুমেও চোট ছুটছে তার পিছু পিছু। এর মাঝেও নেইমারের পায়ের জাদু থামেনি। পাঁজরের চোটে টানা চার ম্যাচ বাইরে থাকার পর গেল মঙ্গলবার রাতে মাঠে নেমেই গোল পেয়েছেন তিনি। যদিও তার দল পিএসজি হেরে গেছে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে।
বর্তমান ক্লাবে ছন্দে থাকলেও ২৮ বছর বয়সী নেইমার নিজেই বার্সায় ফিরতে চান জানিয়ে মেসি বলেছেন, ‘সে ফিরে আসতে মুখিয়ে আছে। (বার্সা ছাড়ার পর নিজের সিদ্ধান্ত নিয়ে) তাকে সবসময় দুঃখী মনে হয়েছে। ফেরার জন্য সে অনেক কিছু করেছে।’
নেইমারের হুট করে বার্সেলোনা ছেড়ে যাওয়াটা ক্লাবের বড় একটা অংশকে ক্ষুব্ধ করেছিল। মেসির নিজেরও বিষয়টা তখন ভালো লাগেনি। কিন্তু এখন আর কোনো রাগ নেই আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের, ‘যেভাবে সে চলে গিয়েছিল, আমাকেও কিছু কিছু সময়ে বিষয়টা বিরক্ত করত, কারণ আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যেন সে না যায়। কিন্তু দিন শেষে আমরা সবাই জিততে চাই এবং সেরাটা চাই। আমরা এবং লোকেরা। আমি আগে যেটা বললাম, সে সেরাদের মধ্যে একজন এবং আমাদের জন্য মাঠে সে অনেক অবদান রেখেছিল।’
Comments