শীর্ষ খবর

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নূরনবী ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ৯৩৪ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ থেকে টলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নূরনবী ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ৯৩৪ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ থেকে টলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

এলাকাবাসী জানান, নূরনবীর বাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামে। তার বাবার নাম মকবুল হোসেন। তিনি ভারতের দিল্লির একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। আজ ভোরে দেশে ফেরার সময় কোচবিহার জেলার দিনহাটা থানার করলা ক্যাম্পের ৩৮ বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম তৌহিদ-উল-আলম আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “আটক বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাকে দেশে আনার পরে সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

1h ago