চুড়িহাট্টা ট্র্যাজেডি: ৩১ পরিবারকে সিটি করপোরেশনের সহায়তা

রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের ৩১টি পরিবারকে চাকরিসহ বিভিন্ন রকমের সহায়তা দিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ছবি: স্টার

রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের ৩১টি পরিবারকে চাকরিসহ বিভিন্ন রকমের সহায়তা দিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নগর ভবনে ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের স্বজনদের চাকরির নিয়োগপত্র, দোকানের বরাদ্দপত্র ও আর্থিক সহায়তা তুলে দেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

মেয়র জানান, ৩১ পরিবারের মধ্যে ২১ জনকে ডিএসসিসির বিভিন্ন শাখায় কর্মচারী পদে,  চার জনকে শিক্ষাগত যোগত্য বিবেচনায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা পদে চাকরির নিয়োগপত্র, চার জনকে দোকান বরাদ্দ এবং আবেদন করা অপর দুই পরিবারকে দুই লাখ করে মোট চার লাখ টাকা দেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে নিহত ৭১ পরিবারকে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে ৩১টি পরিবারের আবেদনের প্রেক্ষিতে এই সহযোগিতা দেয়া হয়েছে বলে জানান মেয়র।

অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, চুড়িহাট্টার দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা না নিলে এ ধরনের ভয়াবহ ঘটনা আরও ঘটতে পারে। 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago