সাইফ জানেন, পারফরম্যান্সই টিকে থাকার মূলমন্ত্র

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশ দলে জায়গা পাকা করে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু অপর প্রান্তটা তখন থেকেই নড়বড়ে। এখন পর্যন্ত তার সঙ্গী বদল হয়েছে ২০ বার। সবশেষ সঙ্গী তরুণ সাইফ হাসান। নিঃসন্দেহে প্রচ্ছন্ন একটা চাপ থাকছেই তার উপর। কিন্তু সাইফ জানেন বাংলাদেশ দলে টিকে থাকতে হলে পারফরম্যান্স করেই থাকতে হবে। অন্যথায় জাতীয় দল কেন ঘরোয়া ক্রিকেটের কোন দলেও টিকে থাকা সম্ভব নয় বলে মনে করেন এ তরুণ।
ছবি: ফিরোজ আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশ দলে জায়গা পাকা করে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু অপর প্রান্তটা তখন থেকেই নড়বড়ে। এখন পর্যন্ত তার সঙ্গী বদল হয়েছে ২০ বার। সবশেষ সঙ্গী তরুণ সাইফ হাসান। নিঃসন্দেহে প্রচ্ছন্ন একটা চাপ থাকছেই তার উপর। কিন্তু সাইফ জানেন বাংলাদেশ দলে টিকে থাকতে হলে পারফরম্যান্স করেই থাকতে হবে। অন্যথায় জাতীয় দল কেন ঘরোয়া ক্রিকেটের কোন দলেও টিকে থাকা সম্ভব নয় বলে মনে করেন এ তরুণ।

অস্বাভাবিক কিছু না হলে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিং জুটিতে তামিম ইকবালের সঙ্গে দেখা যাবে সাইফকে। সবশেষ পাকিস্তান সিরিজেও এ জুটিই দলের গোড়াপত্তন করেছেন। তবে সে ম্যাচে সুবিধা করে উঠতে পারেননি। প্রথম ইনিংসে ফিরেছেন খালি হাতে। তবে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেছিলেন। কিন্তু নাসিম শাহর নিচু হয়ে বলে বোল্ড হয়ে গেলে ব্যক্তিগত ১৬ রানেই ফিরতে হয় তাকে। এবার তাই জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করার তাড়াটা একটু বেশিই থাকবে। কারণ এক দুই ম্যাচ ব্যর্থ হলে ছুঁড়ে ফেলার নজির বাংলাদেশের ক্রিকেটে যে ভুরিভুরি।

কঠিন বাস্তবতার এ কথা খুব ভালো করেই জানেন সাইফ। ঘরোয়া ক্রিকেটেও দেখেছেন অনেকবার। নিজেও বলি হয়েছেন কখনো কখনো। তাই আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে পারফরম্যান্সকেই মূলমন্ত্র মানছেন এ তরুণ, 'যেখানেই খেলেন না কেন যদি ২-৩ ম্যাচ খারাপ করেন আপনাকে কিন্তু ড্রপ দেয়া হয়। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি পারফরম্যান্স ম্যাটার করে। ভালো খেললে জায়গাটা হবে। খারাপ খেললে বেরিয়ে যেতে হবে।'

আর আন্তর্জাতিক ক্রিকেটে যে সহজ হবে না তা অভিষেকের আগেই জানতেন সাইফ, '(আন্তর্জাতিক ক্রিকেট) এতটা সহজ হবে না। কিন্তু এই লেভেলে আসার জন্যই সব কিছু করা। চেষ্টা করবো সামনের ম্যাচে যদি সুযোগ আসে ভালো খেলার। সহজ হবে না বলতে আমরা যেভাবে খেলে আসছি ঘরোয়া ক্রিকেটে সেদিক থেকে চিন্তা করলে অত সহজ না। আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। প্রস্তুতি ভালো হচ্ছে খুব জাতীয় দলের। সুযোগ পেলে রান বড় করতে হবে।'

পাকিস্তানে নিজের অভিষেক টেস্টে করা ভুলগুলোর দিকে নজর দিচ্ছেন। চেষ্টা করছেন সে ভুলগুলো শোধরাতে। সাইফের ভাষায়, 'দ্বিতীয় ইনিংস ভালো লাগছিল দুর্ভাগ্য বলটা নিচু হয়েছিল। আরেকটু ফোকাস থাকলে হয়তো বলটা ম্যানেজ করতে পারতাম কোনোভাবে। আরও ফোকাস লেভেল বাড়াতে হবে মনোযোগ বাড়াতে হবে। নেটে আরও বেশি কাজ করতে হবে। যখন নেটে ব্যাট করি, তখন আউট হব না এটা ভেবে খেলতে হবে। ওটা কাজে লাগবে ম্যাচে।'

টিকে থাকার সংগ্রামটা কঠিন হলেও প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে সাইফের। আর পারফরম্যান্স করে নিয়মিতই তার সঙ্গে খেলার সুযোগ হাতছাড়া করতে চাননা এ তরুণ, 'ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তামিম ভাইয়ের সঙ্গে ওপেন করব। তো সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন যত লম্বা করতে হবে। যদি ভালো খেলি সে সুযোগ বেশি থাকবে।'

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

2h ago