বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ‘ফর্মুলা’ দিলেন মেসি

lionel messi
লিওনেল মেসি। ছবি: এএফপি

২০১৪-১৫ মৌসুমের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর জেতা হয়নি বার্সেলোনার। দুবার তো চরম নাটকীয়ভাবে প্রতিযোগিতাটি থেকে বিদায় নিতে হয় তাদের। সেসব পেছনে ফেলে ইউরোপের সেরা ক্লাব আসরের শিরোপা আবারও ন্যু ক্যাম্পে নিয়ে আসতে চান বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। লক্ষ্য পূরণে সতীর্থদের একটি ‘ফর্মুলা’ও দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মেসি বলেছেন, আরও একটি শিরোপা জিততে মুখিয়ে আছেন তিনি, ‘চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি শিরোপা উপভোগ করার তীব্র ইচ্ছা আছে আমার। আর যদি সেটা এই বছর ইস্তাম্বুলে (ফাইনাল ম্যাচ হবে সেখানে) হয়, তবে তো আরও ভালো।’

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে তারা। সেখানে তাদের লড়তে হবে ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে। কিন্তু ৩২ বছর বয়সী মেসির মতে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে তাদেরকে পূরণ করতে হবে অনেক ঘাটতি, ‘আমরা যদি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য লড়াই করতে চাই, আমাদের (নিজেদের ওপর) বিশ্বাস রাখতে হবে। এই মুহূর্তে আমাদের উন্নতি করার অনেক কিছু বাকি আছে। এই মুহূর্তে আমরা এটা জেতার মতো অবস্থায় নেই।’

আগের মৌসুমের সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেও লিভারপুলের কাছে ধরাশায়ী হয়েছিল কাতালানরা। এর আগে সুবিধাজনক অবস্থানে থেকেও এএস রোমার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। লিভারপুলের কাছে দ্বিতীয় লেগে ৪-০ গোলে পরাস্ত হওয়ার ক্ষত এখনও গেঁথে আছে মেসির মনে, ‘গেল মৌসুমে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খুব কাছাকাছি ছিলাম কিন্তু আমরা সুযোগটাকে দূরে ঠেলে দিয়েছিলাম। শিরোপা জেতার খুব ভালো সুযোগ ছিল আমাদের।’

চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বার্সাকে কী কী করতে হবে তা জানাতে গিয়ে ক্ষুদে জাদুকর খ্যাত তারকা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য চ্যালেঞ্জ জানানোর “ফর্মুলা” হলো আমাদের আরও ধারাবাহিক হতে হবে, আরও নির্ভরযোগ্য হতে হবে এবং রোমা ও লিভারপুলের বিপক্ষে আমরা যেসব ভুল করেছি সেগুলো করা যাবে না।’

এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে কারা ফেভারিট, এমন প্রশ্নের জবাবে মেসি বেশ কয়েকটি ক্লাবের নাম উল্লেখ করেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে লিভারপুল, জুভেন্টাস, প্যারিস সেইন্ট জার্মেই ও রিয়াল মাদ্রিদ সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।’

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago