আত্মবিশ্বাস পেলেও ভাবনা কমছে না সালমার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বলে মনে করছেন অধিনায়ক সালমা খাতুন। তবে ডেথ ওভারে ব্যাটিং-বোলিং কোনোটাই আশানুরূপ হয়নি বলে কিছুটা ভাবনায়ও পড়েছেন তিনি।
bangladesh womens t20
ছবি: আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বলে মনে করছেন অধিনায়ক সালমা খাতুন। তবে ডেথ ওভারে ব্যাটিং-বোলিং কোনোটাই আশানুরূপ হয়নি বলে কিছুটা ভাবনায়ও পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ব্রিজবেনে রোমাঞ্চকর পাকিস্তানের মেয়েদের ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার মুর্শিদা খাতুনের কাঁধে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান তোলে টাইগ্রেসরা। জবাবে জাহানারা আলম ও খাদিজা তুল কুবরার বোলিং নৈপুণ্যে ১৯.৪ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

অ্যালান বোর্ডার ফিল্ডে ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৮৫ রান। কিন্তু পরের ওভারগুলোতে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি ফারজানা হক-রিতু মণি-রুমানা আহমেদরা। শেষ ৩৬ বলে মাত্র ২৬ রান যোগ করতে বাংলাদেশ হারায় ৪ উইকেট। ইনিংসের উদ্বোধন করতে নামা মুর্শিদাই কেবল হাত খুলে খেলে ৩৮ বলে ৪৩ রান করেন।

লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন জাহানারা ও খাদিজা। ডানহাতি পেসার জাহানারা ৩.৪ ওভারে ৪ উইকেট নেন ২২ রানে। অফ স্পিনার খাদিজা ৪ ওভারে ৩ উইকেট নিতে খরচ করেন মাত্র ১১ রান। তবুও বোলিংয়ে কিছু ঘাটতি ধরা পড়েছে বাংলাদেশ অধিনায়কের চোখে।

টানা চতুর্থবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাওয়া অলরাউন্ডার সালমা ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি অনুভব করেছেন উন্নতির তাগিদ, ‘এই জয় আমাদেরকে অনেক আত্মবিশ্বাস দেবে, যেহেতু আমরা বিশ্বকাপে দারুণ একটা শুরু চাই।’

‘আমরা আমাদের ব্যাটিং নিয়ে খুশি কিন্তু শেষ পাঁচ ওভারে আমাদের ভুগতে হয়েছে। আমাদের রানরেট ভালো ছিল না। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং ডেথ ওভারে আমরা ঠিকঠাকভাবে ইয়োর্কার বল করতে পারিনি।’

‘বিশ্বকাপের আগে এই ম্যাচটা আমাদের নিজেদেরকে গুছিয়ে নেওয়ার এবং নতুনভাবে চিন্তা করার দারুণ সুযোগ করে দিয়েছে।’

অস্ট্রেলিয়ার মাটিতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। আসর চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। প্রতিবেশী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিধারীদের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে নারীদের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago