৭০ লাখ নয়, ট্রাম্পের রোড শো-তে লোক হবে ১ লাখ
ট্রাম্পের ভারত সফরে আহমেদাবাদের ‘রোড শো’ আয়োজনে এক লাখ লোক উপস্থিত থাকতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে, গতকাল বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেছেন, বিমানবন্দর থেকে পরের ইভেন্টের মধ্যবর্তী রাস্তায় ট্রাম্পকে স্বাগত জানাবেন ৭০ লক্ষ মানুষ৷ এটা তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন৷
আহমেদাবাদ পৌরসভার কমিশনার বিজয় নেহরা আজ বৃহস্পতিবার জানিয়েছেন, মোদি-ট্রাম্পের ২২ কিমি ‘রোড শো’ তে থাকবেন এক লাখ মানুষ।
উল্লেখ্য, আহমেদাবাদের মোট জনসংখ্যাই ৭০ থেকে ৮০ লক্ষ৷
নয়া দিল্লি ছাড়াও মোদির শহর আহমেদাবাদে বৈঠক করবেন দুই দেশের সরকার প্রধান। বিমানবন্দর থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে ট্রাম্পের গাড়িবহর যাবে তার পাশের বস্তি আড়াল করতে ইতিমধ্যে সাত ফুট উঁচু প্রাচীর তুলছে রাজ্য সরকার।
মোদি জানিয়েছেন, আহমেদাবাদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে কয়েক লক্ষ মানুষ জড়ো হবেন৷
লাখো লোকের জড়ো হওয়া নিয়ে ট্রাম্প অবশ্য বলেছেন ৫০ হাজার লোক কোথাও জড়ো হলেই তার খুব একটা ভালো লাগে না।
আরও পড়ুন:
ভারতে আসছেন ট্রাম্প, বস্তি আড়াল করতে উঠছে প্রাচীর
ট্রাম্পের ভারত সফর: দূষিত যমুনার দুর্গন্ধ কমাতে ছাড়া হলো স্বচ্ছ পানি
Comments