খেলানোর জন্য নেওয়া হয়নি মোস্তাফিজকে
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে আছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু মূল একাদশে তিনি থাকবেন না, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়ে দিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে তাকে কেন দলে নেওয়া? সে ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ কোচ।
পাকিস্তান সফরে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়নি মোস্তাফিজকে। নির্বাচকরা তখন যুক্তি দেখান, লাল বলের জন্য ফিট নন কাটার মাস্টার। কিন্তু এক ম্যাচ যেতেই ফের টেস্ট দলে ফিরেছেন তিনি। তাতে আলোচনা চলছিল, এমন কী করলেন মোস্তাফিজ যে সপ্তাহ না ঘুরতেই ফিট হয়ে গেলেন? তার উত্তরও দিয়েছেন কোচ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন শেষে মোস্তাফিজ প্রসঙ্গে কোচ বললেন, ‘আমি জানি, মোস্তাফিজুর রহমানের ব্যাপারে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমার মনে হয় না সে টেস্ট খেলার জন্য প্রস্তুত যতক্ষণ পর্যন্ত না সে কিছু টেকনিক্যাল কাজ করছে। তাকে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল সুইং করানো শিখতে হবে। তাকে স্কোয়াডে নেওয়ার কারণ যেন সে আমাদের নতুন বোলিং কোচের তত্ত্বাবধানে থাকে।’
মূলত নতুন বোলিং কোচ ওটিস গিবসনের পরিচর্যায় রাখার জন্য মোস্তাফিজকে স্কোয়াডে রাখা হয়েছে, ‘তাকে স্কোয়াডে খেলানোর জন্য রাখা হয়নি। রাখা হয়েছে অনুশীলন করানোর জন্য এবং একটা কাঠামোতে ফিরিয়ে আনতে। ওটিসের (গিবসন) সঙ্গে যোগাযোগ রাখাটাও একটা উদ্দেশ্য। তাদের মধ্যে সম্পর্ক ও বিশ্বাস তৈরিরও ব্যাপার রয়েছে। সে দলের সঙ্গে থাকবে। মোস্তাফিজ টেস্ট ম্যাচে খেলছে না। তবে সে প্রতিদিনই বোলিং করবে। আমি তাকে বলেছি, কাঠামোতে ফিরতে হলে যা করার তা নিশ্চিত করতে। এতে তার টেস্ট ক্যারিয়ার এবং সাদা বলেও সুবিধা হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে বেশ শোরগোল ফেলেই মোস্তাফিজের উত্থান। অভিষেক টেস্টে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরিতে পড়ার পর ফিরে আর সে ধারা বজায় রাখতে পারেননি। ধীরে ধীরে বলের ধার হারিয়ে লম্বা সংস্করণের দল থেকে ছিটকে গেছেন। সংক্ষিপ্ত সংস্করণেও খুব একটা ভালো অবস্থানে নেই তিনি। উইকেট পেলেও মোস্তাফিজ খরুচে বোলিং করছেন নিয়মিত।
Comments