২৩ ফেব্রুয়ারি বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন
সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
আজ শুক্রবার গ্রামীণফোনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। তবে বিটিআরসি গ্রামীণফোনের ওপর যে চাপ প্রয়োগ করেছে, সে বিষয়ে আদালতের সুরক্ষা প্রত্যাশা করছে তারা।
এর আগে, গতকাল আপিল বিভাগ বলেছিলেন, আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে গ্রামীণফোনকে।
একই সঙ্গে সোমবারের মধ্যে গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ।
গত বছরের ২৪ নভেম্বর গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এজন্য প্রতিষ্ঠানটিকে তিন মাস সময় বেধে দিয়েছিলেন আদালত। সেই সময় শেষ হওয়ার আগেই আদালতের কাছে ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিল গ্রামীণফোন।
Comments