টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে গুরুত্বপূর্ণ টস জিততে পারেনি বাংলাদেশ। টস জিতে সফরকারী দল অনুমিতভাবেই নিয়েছে আগে ব্যাট করার সিদ্ধান্ত।
ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে গুরুত্বপূর্ণ টস জিততে পারেনি বাংলাদেশ। টস জিতে সফরকারী দল অনুমিতভাবেই নিয়েছে আগে ব্যাট করার সিদ্ধান্ত। প্রত্যাশিতভাবেই আগের টেস্ট থেকে বাংলাদেশ একাদশে এসেছে দুই বদল। 

পাকিস্তান সফরে না যাওয়ায়  রাওয়ালপিন্ডি টেস্টে ছিলেন না মুশফিকুর রহিম। তার ফেরাটা ছিল নিশ্চিত। ফর্মের কারণে মিডল অর্ডার থেকে মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়ায় মুশফিক নিচ্ছেন সেই জায়গা। 

একাদশে অন্য বদলটিও অনুমিতই। রাওয়ালপিন্ডিতে থাকা রুবেল হোসেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েছেন আগেই। তার জায়গায়  একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান।

দেশের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে কোন পেসার খেলায়নি বাংলাদেশ। এবার দুই পেসার রাখা হয়েছে একাদশে। বাংলাদেশ পেস আক্রমণ সামলাবেন আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। নাঈম ছাড়া অন্য স্পিনার অভিজ্ঞ তাইজুল ইসলাম।

নিয়মিত অধিনায়ক শেন উইলিয়ামসকে ছাড়া খেলতে নামা জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে পেসার চার্লটন টুসুমার।  

উইকেট আছে কিছু ঘাসের ছোঁয়া। তবে মরা ভাব থাকা সেই ঘাস ব্যাটসম্যানেরই দিতে পারে সুবিধা। উইকেটের হাবভাব দেখেই আগে ব্যাট করতে কোন দ্বিধা করেননি বলে জানান জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।  
 
জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসবুরে, কেবিন কাসুজা, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, টেমাচেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাবা , ডোনাল্ড ট্রিপানো, ভিক্টর নাউচি, আনিসলে এনবুদো, চার্লটন টুসুমা। 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago