প্রথম ঘণ্টার চাপ সামলে সাবলীল জিম্বাবুয়ে
উইকেটে ছিল হালকা ঘাসের ছোঁয়া। তাতে প্রথম ঘণ্টাতে দারুণ মুভমেন্ট আদায় করেছিলেন বাংলাদেশের পেসাররা। তবে বাংলাদেশের চাপ সামলে ঘুরে দাঁড়িয়ে সাবলীল ব্যাটিংয়ে প্রথম সেশন পার করেছে জিম্বাবুয়ে।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে প্রথম সেশনে এগিয়ে রাখতে হবে সফরকারীদেরই। ৩০ ওভারে ১ উইকেটে ৮০ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে তারা। প্রিন্স মাসবুরে ৪৫ ও ক্রেইগ আরভিন ২৬ রান নিয়ে খেলছেন। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য আবু জায়েদের।
প্রথম চার ওভারই মেডেন। পঞ্চম ওভারে গিয়ে প্রথম রান এলো ওয়াইড থেকে। জিম্বাবুয়েকে চেপে ধরে মুভমেন্ট আদায় করে ভোগালেন বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। নিখুঁত জায়গায় বল করার সুফল মিলল প্রথম ঘণ্টাতেই।
রাহির বেরিয়ে যাওয়া বলে ব্যাট পেতে ঠেলে দিতে চেয়েছিলেন কেভিন কাসুজা। বল তার ব্যাটের কানায় লেগে গেল গালিতে দাঁড়ানো নাঈম হাসানের হাতে। অষ্টম ওভারে ৭ রানে তাই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।
এর আগে টস জিতে উইকেটের হাবভাব দেখে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। উইকেট থেকে সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে মুভমেন্ট আদায় করে তেতে ছিলেন দুই পেসার। তবে তাদের ঝাঁজ সামলে দৃঢ়তা দেখান জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ধীরে ধীরে দাপট বাড়ে তাদের।
বিশেষ করে প্রিন্স মাসবুরে ছিলেন ভীষণ স্বচ্ছন্দ। খুব বাড়তি কিছুই করতে যাননি। সময় নিয়ে থিতু হয়েছেন। পরে অধিনায়ক ক্রেইগ আরভিনের সঙ্গে মিলে রান বাড়িয়েছেন দলের। পেসারদের স্পেলের পর দুই স্পিনার এসেও টলাতে পারেননি তাদের।
বেলা বাড়ার সঙ্গে ক্রমশ যেন উইকেট হচ্ছে আরও সহজ। এই দুজন জুটিতে এনে ফেলেছেন ৭৩ রান। দিচ্ছেন আরও বড় কিছুর ইঙ্গিত।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিনের প্রথম সেশন পর্যন্ত)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩০ ওভারে ৮০/১ (মাসবুরে ব্যাটিং ৪৫*, কাসুজা ২, আরভিন ব্যাটিং ২৬*; ইবাদত ০/১৩, জায়েদ ১/৮, নাঈম ০/২১, তাইজুল ০/৩৩)
Comments