সিলেটে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

gun fight
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর রাতে গোলাপগঞ্জ উপজেলার কদুপুর এবং মরমপুর ও সুরিরখালের মাঝামাঝি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৯ এর জনসংযোগ কর্মকর্তা মো. সামিউল আলম বলেন, “শুক্রবার দিবাগত মধ্যরাতে গোলাপগঞ্জ উপজেলার কদুপুর এলাকায় আলী হোসেন (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে ধরতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা গুলি চালাতে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে আলী হোসেন গুলিবিদ্ধ হন এবং মারা যান। আহত হন এক র‌্যাব সদস্য। ঘটনাস্থল থেকে আলী হোসেনের গ্রুপের পাঁচজনকে আটক করা হয়েছে।”

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা বলেন, “উপজেলার মরমপুর-সুরিরখাল এলাকার মাঝামাঝি জায়গায় বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছিল। আজ রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতির প্রস্তুতি নেয় অস্ত্রধারী একটি ডাকাত দল। খবর পেয়ে পুলিশের একটি দল তাদের ধরতে অভিযান চালায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে। এতে আমাদের উপপরিদর্শক মিজানুর রহমান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস আহত হন। পরে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। আমরাও গুলি চালালে একজন ডাকাত নিহত হন। তবে বাকিরা পালিয়ে যান। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।”

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

18h ago