নিখোঁজের প্রায় দেড় বছর পর ফিরে এলেন সাবেক র্যাব কর্মকর্তা হাসিনুর
নিখোঁজের প্রায় দেড় বছর পর রাজধানীর বাসায় ফিরে এসেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) হাসিনুর রহমান।
তার স্ত্রী শামীমা আক্তার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “হাসিনুর গতকাল রাত ১২টার পর বাসায় ফিরে এসেছেন। দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে আমরা তাকে নিচ থেকে বাসায় নিয়ে আসি। এতোদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন কিছুই বলতে পারছেন না। আমরা তাৎক্ষণিকভাবে তাকে আর কিছু জিজ্ঞাসা করিনি।”
তিনি আরও বলেন, “তার কথাবার্তা অসংলগ্ন। তিনি ফিরে এসেছেন এতেই আমরা অনেক খুশি।”
হাসিনুরকে আজ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন হাসিনুর। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবার।
হাসিনুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে কাজ করেছেন। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি।
যদিও তার স্ত্রী শামীমা আক্তার দাবি করেছেন যে, হাসিনুর একজন সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তা ছিলেন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
Comments