বিশ্বকাপে প্রতি ম্যাচেই জেতার জন্য মাঠে নামব: জাহানারা

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী সোমবার। পার্থে নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশী ভারতকে মোকাবিলা করবে টাইগ্রেসরা।
jahanara alam
জাহানারা আলম। ছবি: আইসিসি

পেছনের গল্পটা মধুর নয় মোটেও। কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সামনেও। তবে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস পুঁজি করে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি ম্যাচে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তারা।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী সোমবার। পার্থে নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশী ভারতকে মোকাবিলা করবে টাইগ্রেসরা। ‘এ’ গ্রুপে মেয়েদের অন্য তিন প্রতিপক্ষ স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

বিশ্বকাপ প্রস্তুতির জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে অস্ট্রেলিয়াতে উড়ে গেছে বাংলাদেশ। গোল্ডকোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ক্যাম্পও করেছে। সালমা খাতুনের নেতৃত্বাধীন দলের খেলার কথা ছিল দুটি প্রস্তুতি ম্যাচও। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে, পরেরটিতে পাকিস্তানের বিপক্ষে ৫ রানের জয় পায় বাংলাদেশ।

তারকা বোলার জাহানারা শনিবার (২২ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় জানালেন, আবহাওয়া বৈরি থাকলেও প্রস্তুতি নিয়ে তারা সন্তুষ্ট, ‘আমরা এখানে এসেছি ফেব্রুয়ারির ৩ তারিখে। ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছি। বোর্ড আমাদের পাঠিয়েছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। যেহেতু বৃষ্টি ছিল, কোনো দলই এখানে এসে সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। আমরাও ব্যতিক্রম নই। তারপরও যতটুকু আমরা পেরেছি, সেটা আমাদের জন্য যথেষ্ট।’

‘আমরা জানি আবহাওয়া এখানে ভিন্ন। বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি। যেহেতু আমরা পাকিস্তানের বিপক্ষে জিতেছি, ওখান থেকে আমরা আত্মবিশ্বাস নিচ্ছি।’

২০১৮ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দুবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালে তাদের বিপক্ষে জিতেই হয়েছিল চ্যাম্পিয়ন। তবে জাহানারা বললেন, সামনের ম্যাচটা একেবারেই নতুন, ‘আমাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, আমরা ওদের দুইবার হারিয়েছে এশিয়া কাপে। যদিও সেটা অনেক আগে। (ওই জয়গুলো থেকে) আমরা আত্মবিশ্বাস নিচ্ছি। তবে আমরা ম্যাচটাকে নতুন করে দেখব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের নারীরা। আগের তিন আসরে ১৩ ম্যাচ খেলে তাদের জয় মাত্র দুটিতে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। আত্মবিশ্বাসে টইটুম্বুর জাহানারা অবশ্য শোনালেন আশার বাণী, ‘আমাদের দলের যে ঐক্য আছে এবং আমরা স্কিল অনুযায়ী যে প্রস্তুতি নিয়ে এসেছি, আমাদের বিশ্বাস যে আমরা ভালো করতে পারব। আমরা জেতার জন্য মাঠে নামব, প্রত্যেকটা ম্যাচে।’

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

Now