কলকাতায় ইয়াবা চক্রের ৩ জন আটক

গাড়ির দরজায় কৌশলে ইয়াবা আনা হতো। পুলিশের চোখ এড়াতে বদলে ফেলা হতো নম্বর প্লেট। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ইয়াবা পাচার চক্রের তিন জনকে আটক করেছে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। জব্দ করা হয়েছে ৭৪ হাজার পিস ইয়াবা।
ছবি: সংগৃহীত

গাড়ির দরজায় কৌশলে ইয়াবা আনা হতো। পুলিশের চোখ এড়াতে বদলে ফেলা হতো নম্বর প্লেট। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ইয়াবা পাচার চক্রের তিন জনকে আটক করেছে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। জব্দ করা হয়েছে ৭৪ হাজার পিস ইয়াবা।

গত বৃহস্পতিবার কলকাতার তারাতলা এলাকার নেচার পার্ক এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার সমমানের এই মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন।

এসটিএফ জানিয়েছে, আটককৃতরা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। মাদকগুলো মিয়ানমার থেকে উত্তরবঙ্গ-মালদহ হয়ে কলকাতায় পৌঁছায়। বাংলাদেশে ইয়াবা পাচারের সঙ্গেও এই চক্র জড়িত বলে জানিয়েছে এসটিএফ। 

এসটিএফের এক কর্মকর্তা বলেন, “অভিনব কায়দায় গাড়ির দরজায় মাদকের প্যাকেট ভরে নিয়ে নিয়ে আসা হয়। পুলিশ বা গোয়েন্দা সংস্থা যাতে তাদের গতিবিধি বুঝতে না পারে সেইজন্য মাঝপথে গাড়ি বদল করা হতো। এই মাদকের ক্ষেত্রে মিয়ানমার থেকে আসাম পর্যন্ত এসে গাড়ি বদল করা হয়েছিল।”

এই চক্রে আরও কারা জড়িত তার তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

Comments