শীর্ষ খবর

গাজীপুরে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের অন্তত আরও পাঁচ যাত্রী। আজ রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নূরবাগ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
Azmeri_Poribahan
রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নূরবাগ এলাকায় আজমেরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ছবি: স্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের অন্তত আরও পাঁচ যাত্রী। আজ রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নূরবাগ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফাতেমা বেগম (৩৫) ও তার নয় মাস বয়সী মেয়ে আরবী। ফাতেমা কালিয়াকৈর উপজেলার ইদ্রীস আলীর স্ত্রী।

কোনাবাড়ি হাইওয়ে থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, চন্দ্রা থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস নূরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তার নয় মাস বয়সী শিশু নিহত হন। আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

Onion prices surge in Dhaka after India’s export ban extension

Retailers were selling the homegrown variety of onion at Tk 204 a kg at Karwan Bazar today, compared with Tk 130 on Thursday

56m ago