হারের শঙ্কায় ভারত

ছবি: এএফপি

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সফর শুরু করেছিল ভারত। কিন্তু ওয়ানডে ম্যাচেই মোমেন্টাম হারিয়ে ফেলে দলটি। উল্টো হোয়াইটওয়াশ হয় তারাই। সে ধারাবাহিকতায় টেস্টেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষেই হারের শঙ্কায় রয়েছে দলটি। এখনও ৩৯ রানে পিছিয়ে আছে তারা। দ্বিতীয় ইনিংসে এর মধ্যেই ৪টি উইকেট হারিয়েছে ভারত।

ওয়েলিংটনের বেসিন রিসার্ভে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৪৪ রান তুলেছে ভারত। এর আগে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩৪৮ রানে অলআউট করতে পেরেছিল তারা। তাতে প্রথম ইনিংসেই ১৮৩ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত।

এদিন দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। তবে দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পুজারাকে নিয়ে ৫১ রানের জুটিতে প্রাথমিক চাপ সামলে নেন মায়াঙ্ক আগারওয়াল। তবে এ জুটি ভাঙতে ৩৫ রানের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে বড় চাপে পড়ে দলটি। তাতে সেট এ দুই ব্যাটসম্যানের পাশাপাশি দলের সেরা তারকা অধিনায়ক বিরাট কোহলির উইকেটও রয়েছে। তবে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটিতে দিন শেষ করেছেন আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন আগারওয়াল। রাহানে অপরাজিত আছেন ২৫ রানে। তার সঙ্গী হনুমা ব্যাট করছেন ১৫ রানে। নিউজিল্যান্ডের পক্ষে ২৭ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ১টি শিকার টিম সাউদির। 

আগের দিনের ৫ উইকেটে ২১৬ রান নিয়ে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের দিনের শুরুটা ছিল বাজে। মাঠে নেমে এদিন কোন রান না যোগ করেই সাজঘরে ফিরে যান বিজে ওয়াটলিং। এরপর স্কোরবোর্ডে ৯ রান করতে আউট হয়ে যান টিম সাউদিও। তবে সপ্তম উইকেটে কাইল জেমিসনকে নিয়ে দারুণ এক জুটি গড়েন কলিন ডি গ্রান্ডহোম। ৭১ রানের জুটিতে বড় লিডের ভিত পেয়ে যায় তারা। এরপর ট্রেন্ট বোল্টকে নিয়ে জেমিসনের শেষ উইকেট জুটিতেও আসে ৩৮ রান। ফলে প্রথম ইনিংসে ৩৪৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

দলের পক্ষে এদিন সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন জেমিসন। গ্রান্ডহোমের ব্যাট থেকে আসে ৪৩ রান। এছাড়া শেষ ব্যাটসম্যান বোল্টও করেন কার্যকরী ৩৮ রান। ভারতের পক্ষে দারুণ বোলিং করেছেন ইশান্ত শর্মা। ৬৮ রানের খরচায় নিয়েছেন ৫টি উইকেট। রবিচন্দন অশ্বিনের শিকার ৩টি।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)

ভারত প্রথম ইনিংস: ১৬৫

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: (আগের দিন ২১৬/৫) (ল্যাথাম ১১, ব্লান্ডেল ৩০, উইলিয়ামসন ৮৯, টেইলর ৪৪, নিকোলস ১৭, ওয়াটলিং ১৪, গ্র্যান্ডহোম ৪৩, সাউদি ৬, জেমিসন ৪৪, প্যাটেল ৪*, বোল্ট ৩৮; বুমরাহ ১/৮৮, ইশান্ত ৫/৬৮, শামি ১/৯১, অশ্বিন ৩/৯৯)।

ভারত দ্বিতীয় ইনিংস: ৬৫ ওভারে ১৪৪/৪ (পৃথ্বী ১৪, আগারওয়াল ৫৮, পুজারা ১১, কোহলি ১৯, রাহানে ২৫*, বিহারি ১৫*; সাউদি ১/৪১, বোল্ট ৩/২৭, গ্রান্ডহোম ০/২৫, জেমিসন ০/২৫, প্যাটেল ০/১৮)।

Comments

The Daily Star  | English
consensus commission bicameral parliament proposal

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

4h ago