রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর প্রশংসায় জোলির চিঠি
রোহিঙ্গা সংকটে উদারতা ও নেতৃত্বের জন্য বাংলাদেশের ভুয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে। চিঠিতে মানবিক সংকট মোকাবেলায় আগামী মার্চে চালু হতে যাওয়া ২০২০ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) এ অর্থায়ন পেতে সহায়তা করবে বলে আশাবাদ জানান জোলি।
এছাড়াও তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার ক্ষেত্রে তার সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন।
গত বছর ফেব্রুয়ারিতে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা জোলি।
Comments