বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো
পেশাদার ক্যারিয়ারের হাজারতম ম্যাচে গোল করে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফাবিও কুয়াইয়ারেল্লার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ইতালিয়ান সিরি আ’তে টানা ১১ ম্যাচে প্রতিপক্ষের জাল কাঁপানোর কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
শনিবার রাতে স্পালের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে জুভেন্টাস। তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটির হয়ে ম্যাচের ৩৯তম মিনিটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা রোনালদো। ডানপ্রান্ত থেকে হুয়ান কুয়াদ্রাদোর ক্রসে পা ছুঁইয়ে গোলপোস্টের খুব কাছ থেকে বল জালে জড়ান ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
এতে ইতালিয়ান লিগের টানা ১১ ম্যাচে গোল করার স্বাদ নেন রোনালদো। জুভেন্টাসের ১২২ বছরের ইতিহাসে সিরি আ’তে টানা এত ম্যাচে গোল করার কীর্তি আর কেউ দেখাতে পারেননি! মোট ২১ গোল নিয়ে চলতি লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।
ফিওরেন্তিনা কিংবদন্তি বাতিস্তুতা ১৯৯৪-৯৫ মৌসুমে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছিলেন। সাম্পদোরিয়ার ফরোয়ার্ড কুয়াইয়ারেল্লা গেল মৌসুমে সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকারের রেকর্ডটি ছুঁয়ে ফেলেন। এবার তাদের কীর্তিতে ভাগ বসালেন রোনালদো।
আগামী ২ মার্চ সিরি আ’তে ইন্টার মিলানের মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্টাস। ওই ম্যাচে লক্ষ্যভেদ করতে পারলে টানা গোল করার রেকর্ডটা এককভাবে নিজের করে নেবেন রোনালদো।
Comments