রেজার সেঞ্চুরির পর অস্বস্তিতে আশরাফুল-ইমরুলরা
আটে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করে অপরাজিত থাকলেন ফরহাদ রেজা। তাতে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল চড়ল রানের পাহাড়ে। এরপর ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে মোহাম্মদ আশরাফুল-ইমরুল কায়েসের পূর্বাঞ্চল।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিসিএলের ফাইনালে দক্ষিণাঞ্চল ৪৮৬ রানে অলআউট হওয়ার পর প্রথম ইনিংসে ৩ উইকেটে ১১০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। তারা এখনও পিছিয়ে আছে ৩৭৬ রানে। উইকেটে আছেন মাহমুদুল হাসান ২১ ও আফিফ হোসেন ০ রানে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ৩০৫ রান নিয়ে খেলতে নামে দক্ষিণাঞ্চল। এদিন রেজার নৈপুণ্যে প্রায় দুই সেশন ব্যাটিং করে তারা যোগ করে আরও ১৮১ রান।
প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শামসুর রহমান ও রেজা দক্ষিণাঞ্চলের ইনিংস টেনে নিয়ে যান ৩৭৭ পর্যন্ত। তাদের ৯৪ রানের জুটি ভাঙেন সাকলাইন সজিব। ১৬২ বলে ৭৯ করে বিদায় নেন শামসুর।
অধিনায়ক আব্দুর রাজ্জাক দ্রুত ফেরার পর শফিউল ইসলামকে নিয়ে নবম উইকেটে ৮৮ রানের আরেকটি দারুণ জুটি গড়েন রেজা। ডানহাতি পেস অলরাউন্ডার তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।
আশরাফুল শফিউলকে ছেঁটে ফেলার পর আল-আমিন হোসেন রানআউট হলে থামে দক্ষিণাঞ্চলের ইনিংস। রেজা ১৮৬ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। ২৫৮ মিনিট উইকেটে থেকে ১০ চার ও ৫ ছয় মারেন তিনি।
জবাব দিতে নেমে ৬৩ রানের উদ্বোধনী জুটি পায় পূর্বাঞ্চল। কিন্তু এরপর ৪৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে বিপাকে পড়েছে তারা। পিনাক ঘোষ, আশরাফুল ও অধিনায়ক ইমরুল- সবাই আউট হন থিতু হয়ে।
পিনাক ৩৮ ও আশরাফুল ২৮ রান করেন। দুই ওপেনাকেই নিজের শিকার বানান বাঁহাতি স্পিনার রাজ্জাক। ২২ রান করা ইমরুলকে দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে সাজঘরে পাঠান শফিউল।
সংক্ষিপ্ত স্কোর:
(দ্বিতীয় দিন শেষে)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: (আগের দিন ৩০৫/৬) ১৩৯ ওভারে ৪৮৬ (শামসুর ৭৯, ফরহাদ ১০৩*, রাজ্জাক ৭, শফিউল ৩০, আল-আমিন ০; রুয়েল ২/৮৬, আবু হায়দার ১/৬০, হাসান ০/৬৫, মাহমুদুল ০/১২৬, সাকলাইন ২/৭৮, আফিফ ১/৫১, আশরাফুল ২/১৩)
পূর্বাঞ্চল প্রথম ইনিংস: ৩৯ ওভারে ১১০/৩ (পিনাক ৩৮, আশরাফুল ২৮, মাহমুদুল ২১*, ইমরুল ২২, আফিফ ০*; শফিউল ১/৩৪, আল-আমিন ০/২২, রাজ্জাক ২/৩৪, মেহেদী ০/১৯)।
Comments