তিন মাসের মধ্যে গ্রামীণফোনকে আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিরীক্ষা দাবির পাওনা বাকি এক হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে তিন মাসের সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
btrc_grameenphone_logo-1_0.jpg

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিরীক্ষা দাবির পাওনা বাকি এক হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে তিন মাসের সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন এএম আমিন উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

বিটিআরসি দাবি করে, গ্রামীণফোনের কাছে তাদের নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা রয়েছে। গত বছরের ২৪ নভেম্বর তিন মাসের সময় বেঁধে দিয়ে পাওনা টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

সেই টাকা পরিশোধ করতে সময় চেয়ে আবেদন করে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির পক্ষে আইনজীবী এএম আমিন উদ্দিন প্রতি মাসে ৫শ কোটি টাকা করে ছয় মাসের কিস্তিতে ২ হাজার কোটি টাকা পরিশোধের অনুমতি চান। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন। সেই সঙ্গে তিন দিনের মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়ে গত ২০ ফেব্রুয়ারি আদেশ দেন।

সে অনুযায়ী গতকাল গ্রামীণফোন বিটিআরসি’র পাওনা এক হাজার কোটি টাকা পরিশোধ করে।

Comments

The Daily Star  | English

Hajj primary registration deadline set for October 23

The Religious affairs ministry today advised prospective Hajj pilgrims to complete primary registration for next year's Hajj by October 23.

16m ago