শীর্ষ খবর

গণপরিবহনে এক বছরে ৫৯ নারী নিপীড়নের শিকার

গণপরিবহনে গত এক বছরে ৫২টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫৯ জন নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
rape
স্টার অনলাইন গ্রাফিক্স

গণপরিবহনে গত এক বছরে ৫২টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫৯ জন নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ সোমবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। যাত্রী কল্যাণ সমিতি জানায়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেশের সড়ক, রেল ও নৌ পথে সংঘটিত নারী নির্যাতনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, গণমাধ্যমে এসেছে ২০১৯ সালে সড়ক পথে ৪৪টি, রেল পথে ৪টি ও নৌ পথে ৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সড়ক, রেল ও নৌ পথে ১৬টি ধর্ষণ, ১২টি গণধর্ষণ, ৯টি ধর্ষণের চেষ্টা ও ১৫টি যৌন হয়রানির ঘটনা রয়েছে। এসব ঘটনায় দায়ের করা ৪৪টি মামলায় ৯৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এক বছরে সংবাদপত্রে প্রকাশিত ঘটনা শুধুমাত্র প্রতীকী চিত্র বহন করে। প্রকৃতপক্ষে ঘটনার ভয়াবহতা অনেক বেশি।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago