খবরের কাগজ পড়া, রেডিও শোনা ও টেলিভিশন দেখার হার কমে গেছে: বিবিএস

দেশের মানুষের মধ্যে খবরের কাগজ পড়া, রেডিও শোনা ও টেলিভিশন দেখার হার গত ছয় বছরে ব্যাপকভাবে কমে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
BBS.jpg
আগারগাঁও পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়। ছবি: রেজাউল করিম বায়রন/স্টার

দেশের মানুষের মধ্যে খবরের কাগজ পড়া, রেডিও শোনা ও টেলিভিশন দেখার হার গত ছয় বছরে ব্যাপকভাবে কমে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএস’র মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯-এ প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ১৫ থেকে ৪৯ বছরে নারীরা সপ্তাহে অন্তত একবার পত্রিকা বা ম্যাগাজিন পড়েন বা রেডিও শুনেন বা টেলিভিশন দেখেন। ২০১২-১৩ অর্থবছরে এই হার ছিলো ১ দশমিক ৬ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশে।

রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে আজ এক অনুষ্ঠানে এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বিবিএসের এ সমীক্ষায় আরও বলা হয়েছে, বাড়িতে রেডিও আছে শূন্য দশমিক ৬ শতাংশের। যা আগে ছিলো ৩ দশমিক ৬ শতাংশ।

এছাড়াও, ৫০ দশমিক ৬ শতাংশ পরিবারে টেলিভিশন আছে। যা আগে ছিলো ৩৭ দশমিক ৭ শতাংশ।

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

1h ago