‘চসিক নির্বাচনে লেমিনেটেড পোস্টার ব্যবহার করা যাবে না’
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারের জন্য লেমিনেটেড পোস্টার ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
আজ সোমবার তিনি এ তথ্য জানান।
আমাদের চট্টগ্রাম সংবাদদাতাকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বলেছেন, “লেমিনেটেড পোস্টারগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক বলে এই সিদ্ধান্ত নিয়েছি।”
“এ ছাড়াও, পরিবেশ সংরক্ষণে লেমিনেটেড পোস্টার উৎপাদন ও প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ রয়েছে,” যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে হাসানুজ্জামান বলেন, যদি কোনো প্রার্থী আদেশ লঙ্ঘন করে প্রচারে লেমিনেটেড পোস্টার ব্যবহার করেন, তাহলে আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
গত ১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষণা অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ এবং নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ মার্চ।
এতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ সংক্রান্ত আপিল করা যাবে ২ থেকে ৪ মার্চের মধ্যে এবং আপিল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৫ থেকে ৭ মার্চের মধ্যে। সবশেষে আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments