তদন্তের পর পাপিয়ার পৃষ্ঠপোষকদের নাম প্রকাশ করা হবে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার পৃষ্ঠপোষক কেউ থেকে থাকলে তদন্তের পর তাদের নাম প্রকাশ করা হবে।
আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে বা যারাই অপরাধ করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যেকোনো অপরাধের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যে কারণে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তথ্য অনুযায়ী, স্বামী মফিজুর রহমান সুমনের ছত্রছায়ায় পাপিয়া যৌন ও অস্ত্র ব্যবসা চালাতেন।
দেশ ছাড়ার সময় গত শনিবার এই দম্পতিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে তাকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়।
Comments