যে কারণে মাহাথিরের পদত্যাগ

Mahathir Mohammad
মাহাথির মোহাম্মদ। রয়টার্স ফাইল ফটো

দিনভর নানা নাটকীয়তার পর পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। কেবল তাই নয় ছেড়েছেন তার দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া (পিপিবিএম) প্রধানের পদও। মাহাথিরের হঠাৎ পদত্যাগ ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সরকার আর দলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অস্পষ্টতা। 

মালয়েশিয়ার রাজনীতিতে কখনও বন্ধু আবার কখনও শত্রু হয়ে প্রায় চার দশক ধরে জড়িয়ে আছেন মাহাথির মোহাম্মদ (৯৪) আর আনোয়ার ইব্রাহিম (৭২)। দুই বছর আগে যখন রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমকে নিয়ে জোট বাঁধেন মাহাথির তখন শর্ত ছিল দুই বছর পর ক্ষমতায় আসবেন আনোয়ার। 

তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বলা হচ্ছে, ইব্রাহিমকে দেয়া প্রতিশ্রুতি রাখতে এখন আর রাজি নন মাহাথির। নতুন জোট সরকার গঠনের লক্ষ্যে রোববার বিরোধী দলগুলোর সঙ্গে মাহাথিরের পিপিবিএমের আলোচনার খবরে তাই সন্দেহ ওঠে আনোয়ারের বাদ পড়া নিয়ে। 

যাকে আনোয়ার ইব্রাহিম মনে করছেন ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার রাজনীতি হিসেবে। আনোয়ারের নিজ দল পিপল’স জাস্টিস পার্টি (পিকেআর) এর কিছু বিশ্বাসঘাতক আর মাহাথির, ইউনাইটেড মালায়স ন্যাশনাল অরগানাইজেশন (ইউএমএনও) এর সঙ্গে মিলে নতুন জোট করার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। একে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন আনোয়ার।

তবে গত কয়েক মাস ধরেই মাহাথির বলছিলেন পরিকল্পিতভাবে ক্ষমতা হস্তান্তরে আরও সময় লাগবে, যদিও কতটা সময় লাগবে সেটি জানাননি।

নিজের পদত্যাগ নিয়ে এখনও মুখ খোলেননি মাহাথির। তিনি কি রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন নাকি নতুন জোট গঠন করবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে সমালোচকেরা বলছেন, দীর্ঘদিন মালয়েশিয়া শাসন করা সবচেয়ে বেশি বয়সী এই নেতা স্বেচ্ছায় কারো হাতে ক্ষমতা দেবেন না। নতুন জোট সরকার গঠন করা হলে মাহাথিরের এই দায় আর থাকবে না আর কারো হাতে ক্ষমতা হস্তান্তরের।

১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মাহাথির। ১৯৯৮ সালে মালয়েশিয়ার অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বিরোধে আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করেন মাহাথির। দুর্নীতির দায়ে কারাভোগও করেন আনোয়ার। ২০১৮ সালের নির্বাচনের আগে নাজিব রাজাক সরকারকে সরাতে যখন সেই আনোয়ারের সঙ্গেই জোট বাঁধার ঘোষণা দেন মাহাথির, তখন সবাই অবাকই হয়েছিলেন। নির্বাচনে জয়ের পর রাষ্ট্রীয় ক্ষমায় কারাগার থেকে মুক্ত হন আনোয়ার। 

তবে দুই বছরের মধুচন্দ্রিমার পর মালয়েশিয়ার রাজনীতিতে আবারো মাহাথির-আনোয়ার দ্বন্দ্ব রঙ ছড়ালো। 

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago