‘ভোট নিয়ন্ত্রণ’ স্বাভাবিক বিষয়ে পরিনত হয়েছে: সুজন
অন্যান্য ভোটের মতোই ঢাকার দুই সিটি নির্বাচনেও ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি ইসি এমন দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
আজ রোববার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বক্তারা। সংবাদ সম্মেলনে জয়ী প্রার্থীদের তথ্য উপস্থাপন ও নির্বাচন মূল্যায়ন তুলে ধরা হয়।
সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের কোনো সদিচ্ছা ছিল না।
এটা দেশের জন্য মোটেও শুভ কোনো বিষয় নয়, যোগ করেন তিনি।
অনেক প্রার্থী ইসির কাছে অনিয়মের বিভিন্ন অভিযোগ জমা দিলেও, তারা তা খতিয়ে দেখেননি বলে তিনি অভিযোগ করেন।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ত্রুটিপূর্ণ এবং ভোট নিয়ন্ত্রণ বাংলাদেশের রাজনীতিতে এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ইসির জন্য একটি পরীক্ষা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, বলেন তিনি।
দুই সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের পটভূমি বিশ্লেষণ করে সুজন জানায়, বিগত সিটি করপোরেশন নির্বাচনের তুলনায় এবার বিজয়ী প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে, যা রাজনীতির জন্য ইতিবাচক নয়।
Comments