১৫ দিনের রিমান্ডে পাপিয়া
যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে তিন মামলায় ১৫ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের দুই হাকিম আদালত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের পর তাদের রিমান্ডে পাঠান।
রাজধানীর শের ই বাংলা নগর থানায় করা বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনের মামলায় বিচারক মোহাম্মদ জসিম দুই আসামিকে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে আরেক আদালতে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিচারক মো. মাসুদ-উর-রহমান জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডে পাঠান।
একই মামলায় আরও দুই আসামি সাব্বির খন্দকার ও শেখ তৈয়বা নুরকে ৫ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
তিন মামলায় পাপিয়া-সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র, মাদক, চোরাচালান, চাঁদাবাজি, জালনোট, ভূমিদখলের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
Comments