ট্রাম্প-মোদির ২১ হাজার ৫৫৪ কোটি রুপির প্রতিরক্ষা চুক্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ২১ হাজার ৫৫৪ কোটি রুপির প্রতিরক্ষা চুক্তি হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
Trump and Modi
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ২১ হাজার ৫৫৪ কোটি রুপির প্রতিরক্ষা চুক্তি হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ট্রাম্পের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়। ট্রাম্প বলেন, এই চুক্তির মধ্য দিয়ে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হলো। এতে আমাদের দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে।

গতকাল সোমবার দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ভারতে আসেন ট্রাম্প। সকাল ১১টা ৪০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ভারতের উদ্দেশে রওনা দিয়ে ট্রাম্প হিন্দিতে টুইট করে লেখেন, “আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছুক্ষণের মধ্যেই সবার সঙ্গে দেখা হবে।”

চুক্তি স্বাক্ষর শেষে সংবাদ সম্মেলনে মোদি বলেন, আমেরিকা ও ভারতের মধ্যে বন্ধন কেবল সরকারের সঙ্গে সরকারের নয়— মানুষ-কেন্দ্রিক ও মানুষের সঙ্গে মানুষের।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি ও আমি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মুক্ত ও ভারসাম্য বজায় রেখে কাজ করতে সম্মত হয়েছি। একটি বিস্তৃত বাণিজ্য চুক্তির বিষয়েও আমরা সম্মত হয়েছি।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago