আশুলিয়ায় পোশাকশ্রমিক ধর্ষণ, গ্রেপ্তার ২
আশুলিয়ায় দলবেধে পোশাকশ্রমিক ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুই জনকে আটক করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক ফজলুল হক।
আজ সকালে তিন জনকে আসামি করে একটি মামলা করেছেন ধর্ষণের শিকার ওই নারী।
মামলার নথি অনুসারে, রোববার বাড়ি থেকে ফেরার পথে ওই নারীকে তার সহকর্মী এক বন্ধুর বাড়িতে নিয়ে যান। সেখানেই ওই সহকর্মী ও তার দুই বন্ধু ধর্ষণ করে তাকে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনা কাউকে জানালে ওই নারীকে হত্যার হুমকি দেয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, ওই নারীর কাছ থেকে অভিযোগের পর দুই জনকে আটক করা হয়েছে। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ফজলুল হক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, অভিযুক্ত আরেক আসামিকে ধরতে অভিযান চলছে। স্বাস্থ্যপরীক্ষার জন্য ধর্ষণের শিকার নারীকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
Comments