বিমসটেক আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগে আগ্রহী এডিবি ও এআইআইবি

তৌফিক-ই-ইলাহী চৌধুরী

বিমসটেক জোটভুক্ত দেশগুলোর আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

ঢাকার বিমসটেক সচিবালয়ে আজ মঙ্গলবার বিমসটেক জোট অঞ্চলে জ্বালানি সহযোগিতা বাড়ানো বিষয়ক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, “এখন আমাদের দরকার বিনিয়োগ।”

“একটি সমন্বিত গ্রিড বিদ্যুতের কার্যকর ব্যবহারে সাহায্য করবে। অর্থাৎ, কম দামে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে।”

তিনি বলেন, কোনো দেশ কেবল রপ্তানি করবে এবং কোনো দেশ শুধু আমদানিই করবে, এমন হবে না। আমরা আসলে একে অপরের পরিপূরক হতে পারি।

“উদাহরণস্বরূপ, নেপাল এবং ভুটানের জলবিদ্যুৎ আছে। গ্রীষ্মে তাদের উৎপাদন বেশি হয়। সে সময় তারা বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারে। অন্যদিকে, শীতকালে যখন তাদের চাহিদা বেশি থাকবে, তখন বাংলাদেশ সেখানে রপ্তানি করতে পারবে,” যোগ করেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এতে রোহিঙ্গা সংকটের অবসান হবে এবং বাংলাদেশ ও মিয়ানমার ভাল বন্ধু হবে। তারা তখন আঞ্চলিক সহযোগিতার অংশ হবে।

ইউএসএআইডি, সাউথ এশিয়ান রিজিওনাল ইনিশিয়েটিভ ফর এনার্জি ইন্টিগ্রেশন (এসএআরআই) এবং ইন্টিগ্রেটেড রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর ডেভেলপমেন্টের সহায়তায় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

এর আগে, ২০১৮ সালে বিমসটেক দেশগুলো অর্থাৎ, বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং থাইল্যান্ড একটি আঞ্চলিক পাওয়ার গ্রিড প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা স্মারকে সই করে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago