মুজিববর্ষ উদযাপন: উপস্থিতি নিশ্চিত করেছেন মোদি, সোনিয়া, প্রণব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’র অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান। জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
ফারুক খান দ্য ডেইলি স্টারকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক প্রমুখের ১৭ মার্চ ‘মুজিববর্ষ’র উদ্বোধনী অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।
১৭ মার্চ থেকে শুরু হওয়া ‘মুজিববর্ষ’ উদযাপনের অনুষ্ঠানে এখন পর্যন্ত বিশ্বের ১৮ জন বিশিষ্ট নেতা ও ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।
অন্যান্য বিশিষ্ট নেতাদের মধ্যে যুক্তরাজ্য ও ভিয়েতনামের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য এবং প্রণব মুখার্জি ২২ মার্চ থেকে শুরু হওয়া বাংলাদেশ সংসদের দুই দিনের বিশেষ অধিবেশনে অংশ নেবেন বলে বৈঠক সূত্র জানায়।
এ ছাড়া, অস্ট্রেলিয়া, ইতালি ও কানাডার প্রধানমন্ত্রীরাও ‘মুজিববর্ষ’ উদযাপনে বাংলাদেশ সফর করতে পারেন বলেও সূত্র জানায়।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বছর ১৭ মার্চ থেকে আগামী বছর ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ উদযাপন করা হবে।
Comments