কেজরিওয়ালের বাড়ি ঘেরাও, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে জলকামান

শান্তিমিছিল আর দোষীদের শাস্তির দাবি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শত শত শিক্ষার্থী ও বিক্ষোভকারী।
আজ ভোর-রাত সাড়ে ৩টার দিকে কেজরিওয়ালের বাসভবন ঘিরে এ বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে দিল্লি পুলিশ।
দিল্লির সংঘর্ষের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন কেজরিওয়ালের বাড়ির সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা।
তারা আরও দাবি করেন, সংঘর্ষ এলাকায় কেজরিওয়ালকে যেতে হবে। তাকে সেখানে গিয়ে সবার সঙ্গে কথা বলা উচিত। মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লিতে শান্তি ফেরানো তার দায়িত্ব।
এছাড়াও, পরিস্থিতি মোকাবিলায় কেজরিওয়ালের সরকার কী ব্যবস্থা নিয়েছে তা সবাইকে জানানো হোক। যে আস্থা ও বিশ্বাস নিয়ে দিল্লির মানুষ আম আদমি পার্টিকে পুনরায় ক্ষমতায় এনেছে, তার মর্যাদা রক্ষার দাবি তোলেন জড়ো হওয়া বিক্ষোভকারীরা।
জামিয়া কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেয়নি পুলিশ। সবার ফোন বন্ধ। আমরা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত। এমনকি আমাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়েছে, মারধরও করা হয়েছে।
কেজরিওয়ালের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল জামিয়া কোঅর্ডিনেশন কমিটি ও অল্যামনাই অ্যাসোসিয়েশন অফ জামিয়া মিলিয়া ইসলামিয়া।
এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে আম আদমি পার্টির বিধায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। সংঘর্ষের ফলে দিল্লির যেসব এলাকায় উত্তেজনা বিরাজ করছে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে কী করণীয় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে।
Comments