দিল্লিতে সেনা নামানোর দাবি কেজরিওয়ালের

সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে যান কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

সাংঘর্ষিক পরিস্থিতিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে উত্তর-পূর্ব দিল্লি। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০। বিক্ষোভকারীরা ঘেরাও করেছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ি।

এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছেন তিনি।

আজ বুধবার টুইট করে এ কথা জানিয়েছেন কেজরিওয়াল।

টুইটে লিখেছেন, “উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি ক্রমশই আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এবার সেনা নামানো উচিত। প্রয়োজনে কারফিউ জারি করতে হবে।”

গতকাল মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকের ২৪ ঘণ্টা পরেই দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানোর দাবি জানালেন তিনি।

ইতিমধ্যেই সংঘর্ষ চলা এলাকায় পুলিশের সঙ্গে টহলদারিতে নেমেছের ভারতের আধা সামরিক বাহিনী।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago