পদ ও ক্ষমতাই আমার কাছে সব নয়: মাহাথির

Mahathir Mohamad.jpg
মাহাথির মোহাম্মদ। ছবি: রয়টার্স

মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ভাষণে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

তিনি বলেছেন, “পদ ও ক্ষমতাই আমার কাছে সবকিছু নয় এবং শেষ চাওয়া হিসেবে আমি দেখি না বলেই পদত্যাগ করেছি।”

রাজনৈতিক জটিলতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন, নতুন শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের স্বার্থের পরিবর্তে জাতীয় স্বার্থই প্রাধান্য পাবে।

গত ২৪ ফেব্রুয়ারি সরকার গঠনের ২০ মাসের মাথায় রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন ৯৪ বছর বয়সী মাহাথির। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট বেঁধে প্রধানমন্ত্রী হয়েছিলেন মাহাথির। তখন শর্ত ছিল ২০২০ সালে আনোয়ার ইব্রাহিমের হাতে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। কিন্তু ঘোষিত উত্তরসূরিকে বাদ দিয়ে মাহাথির নতুন সরকারি জোট গঠনের উদ্যোগ নিচ্ছেন— এমন গুঞ্জন ওঠার পর পদত্যাগ করেন তিনি। তবে রাজার অনুরোধে তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকতে রাজি হয়েছেন।

ক্ষমতার মোহের কথা অস্বীকার করে মাহাথির বলেছেন, ক্ষমতাপাগল বলে তার বিরুদ্ধে হয়তো অনেকেরই অভিযোগ আছে। “পদ ও ক্ষমতাই আমার কাছে সবকিছু নয়, শেষ চাওয়া হিসেবে আমি দেখি না বলেই পদত্যাগ করেছি। জাতির মঙ্গলে যা-কিছু প্রয়োজন, সেগুলো অর্জন করতেই ক্ষমতার দরকার হয়,” যোগ করেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে মাহাথির আনোয়ার ইব্রাহিমের বিষয়ে কিংবা দেশটির নেতৃত্ব কোনদিকে যাবে, সে বিষয়ে কোনো সমঝোতার কথা উল্লেখ করেননি।

আরও পড়ুন: 

যে কারণে মাহাথিরের পদত্যাগ

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago