ব্রাজিলে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত

ব্রাজিলেও পৌঁছেছে করোনাভাইরাস। আজ বুধবার ল্যাটিন আমেরিকার দেশটিতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির স্বাস্থ্যপরীক্ষায় কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুই হেনরিক ম্যানডেট্টা।
coronavirus
রয়টার্স ফাইল ফটো

ব্রাজিলে পৌঁছেছে করোনাভাইরাস। আজ বুধবার ল্যাটিন আমেরিকার দেশটিতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির স্বাস্থ্যপরীক্ষায় কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুই হেনরিক ম্যানডেট্টা।

মন্ত্রী জানান, এক সপ্তাহ আগে ইতালি থেকে সাওপাওলোতে আসেন আক্রান্ত ব্যক্তি। সেসময় কোরোনাভাইরাসের কোনো লক্ষণই দেখা যায়নি তার শরীরে। সোমবার ভাইরাসের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

প্রাথমিক পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর তাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে হাসপাতালে আসার আগে কার কার সংস্পর্শে তিনি এসেছিলেন সে বিষয়ে খোঁজ নিচ্ছে কর্তৃপক্ষ।

এমন এক সময়ে ব্রাজিলে করোনা আক্রান্ত শনাক্ত হলেন যখন দেশটি কার্নিভালের প্রস্তুতি নিচ্ছে।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

3h ago