এবার শ্রীলঙ্কার পাহাড়ের নিচে চাপা উইন্ডিজ

আগের ম্যাচে লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি, শেষ ওভারের মীমাংসায় গিয়ে তবে জিততে হয়েছিল শ্রীলঙ্কাকে। এবার খেলা হলো একেবারে উলটো। রানের পাহাড় গড়ার পর ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে অনায়াসে জিতল শ্রীলঙ্কা।

বুধবার হাম্বানটুটায় দিবারাত্রির ওয়ানডেতে  শ্রীলঙ্কার ৩৪৫ রানের জবাবে ১৮৪ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। ১৬১ রানের বিশাল জয়ে তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে  স্বাগতিকরা।

অথচ টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজই। মাত্র ৯ রানের মধ্যেই দিমুথ করুনারত্নে আর কুশল পেরেরাকে তুলে নিয়েছিল তারা। কিন্তু এরপরই দারুণ এক জুটিতে সব হিসেব নিকেশ বদলে দেন আবিস্কা ফার্নেন্দো আর কুশল মেন্ডিস। তৃতীয় উইকেটে গড়েন ২৩৯ রানের জুটি। দুজনেই পান সেঞ্চুরি।

ফার্নেন্দো ১২৩ বলে করেন ১২৭, মেন্ডিস খেলেন ১১৯ বলে ১১৯ রানের ইনিংস। এই ভীত পেয়েই স্লগ ওভারে  ঝড় তুলেন থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা আর ওয়েইন্দু হাসারাঙ্গা, ইশুরু উদানারা। থিসারা করেন ২৫ বলে ৩৬, ধনঞ্জয়া ৫ বলে ১২, হাসারাঙ্গা ১০ বলে ১৭ আর উদানা ৯ বলে ১৭ করলে লঙ্কানরা পৌঁছে যায় সাড়ে তিনশোর কাছে।

এই রান তাড়ার মতো আগ্রাসী ব্যাটসম্যানে ভরপুর ছিল ক্যারিবিয়ান লাইনআপ। কিন্তু রান তাড়ায় আগ্রাসনের বদলে সংগ্রাম করতে দেখা গেছে তাদের। ৬৪ রানের উদ্বোধনী জুটির পর নিয়মিতই উইকেট পড়েছে। শেই হোপ ফিফটি পেলেও মেটাতে পারেননি পরিস্থিতির দাবি। রোস্টন চেজ, নিকোলাস পুরানরাও পাননি তাল।

ধনঞ্জয়া ডি সিলবা আর লাকসান সান্দাকান ৩টি করে উইকেট নিয়ে ডানা কেটে দেন উইন্ডিজের।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩৪৫/৮ ( ফার্নেন্দো  ১২৭, করুনারত্নে ১, পেরেরা ০, মেন্ডিস  ১১৯,থিসারা ৩৬, ম্যাথিউস ১, ধনঞ্জয়া ১২, হাসারাঙ্গা ১৭, উদানা ১৭* ; কটরেল ৪/৬৭,  হোল্ডার ০/৫৯  , জোসেফ ৩/৫৭, অ্যালেন ০/৩৭, পল ০/৬২ , চেজ ০/৩১, পোলার্ড ০/২৯)

ওয়েস্ট ইন্ডিজ: ৩৯.১ ওভারে ১৮৪ (হোপ ৫১, আম্রিস ১৭, ব্রাভো ১৬, চেজ ২০, পুরান ৩১, পোলার্ড ০, হোল্ডার ৩, পল ২১, অ্যালেন ১৭ , জোসেফ ০, কটরেল ০* ; প্রদীপ ২/৩৭, থিসারা ০/১৮, উদানা ০/২১, ম্যাথিউস ১/২০, ধনঞ্জয়া ৩/৩০, সান্দাকান ৩/৫৭)

ফল: শ্রীলঙ্কা ১৬১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: আবিস্কা ফার্নেন্দো।

সিরিজ: এক ম্যাচ বাকি থাকতে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে জয়ী।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

39m ago